নয়া দিল্লি: গেমিং ফোন হিসাবে দাবি করলেও সাধারণ ক্রেতার মন জিতছে Poco F3 GT। পাশাপাশি নর্ডের পুরোনো মডেলের সাফল্য ধরে রেখেছে OnePlus Nord 2 5G। খালি চোখে পাল্লায় ভারী কোন ফোন ? নীচে দেওয়া রইল তারই তুলনা।


OnePlus Nord 2 5G-এর দাম


ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী নতুন মডেলের তিনটি ভ্যারিয়েন্ট এনেছে ওয়ানপ্লাস। ৬জিবি, ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। পাশাপাশি ৮জিবি RAM ও ১২৮ জিবি মডেলের ২৯৯৯৯ টাকা দাম রেখেছে কোম্পানি। সবথেকে বেশি দাম ধরা হয়েছে ১২জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের। টপ মডেল নিতে গেলে ৩৪,৯৯৯টাকা দিতে হবে ক্রেতাকে। 


ব্লু হেজ, গ্রে সিয়েরা ছাড়াও গ্রিন উড রঙে বাজারে এসেছে এই ফোন। তবে বেস ভ্যারিয়েন্ট কেবল 'ব্লু হেজ' রঙেই পাওয়া যাবে। অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই ফোন। ওয়ান প্লাসের অফিসিয়াল সাইট, রিটেইল আউটলেট ছাড়াও রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, বাজাজ ইলেকট্রনিক্সে পাওয়া যাবে এই ফোন। 


OnePlus Nord 2 5G-র স্পেসিফিকেশন


৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। ৯০ হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি ৪১০ পিক্সেল পার ইঞ্চ(পিপিআই) ডেনসিটি থাকায় ফোনের ডিসপ্লে নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তবে স্ন্যাপড্রাগন প্রসেসরের পথে হাঁটেনি ওয়ানপ্লাস। পরিবর্তে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। পাশাপাশি দীর্ঘ সময় চার্জ থাকার জন্য ৪৫০০ এমএএইচের ব্যাটারি দিয়েছে কোম্পানি। যা ৬৫ ওয়াটের ওয়ার্প চার্জ সাপোর্ট করে।


পুরোনো নর্ডের ক্যামেরার সংখ্যা বেশি থাকলেও এবার ক্যামেরা আপগ্রেড করেছে কোম্পানি। ফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশনের সুবিধা। এ ছাড়়াও আল্ট্রা ওয়াইড ছবি তোলার জন্য ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। যা ইলেকট্রনিক ইমেজ স্টেবলাইজেশন সাপোর্ট করে। বাকি ২ মেগাপিক্সেলের মনোক্রম ক্যামেরা দিয়েছে ওয়ানপ্লাস। সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর।


ভারতে Poco F3 GT-র দাম


ফোনের ৬জিবি ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬,৯৯৯টাকা। ৮ জিবি মডেলের দাম ২৮,৯৯৯ টাকা ধরেছে কোম্পানি। এখানেই শেষ হয়নি ফোনের অপশন। ১২ জিবি ১২৮ জিবির ভ্যারিয়েন্টের অপশন দিচ্ছে কোম্পানি। সেই ক্ষেত্রে ৩০,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে এই গেমিং মডেলের। 


২৬ জুলাই থেকে শুরু হয়েছে ফোনের সেল। ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই ফোন। গান মেটাল সিলভার, প্রিডেটর ব্ল্যাক রঙে পাওয়া যাবে ফোন। ফ্লিপকার্টে ১০০০ ডিসকাউন্ট দেওয়া হবে ফোনে। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকলেই এই সুযোগ পাওয়া যাবে। ৯ অগাস্টের পর ফের পুরোনো দামেই কিনতে হবে ফোন। 


Poco F3 GT স্পেসিফেকশনস


নতুন মডেলে ৬.৬৭ ইঞ্চির টার্বো অ্যামোলেড ১০ বিট ডিসপ্লে দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। ডেডিকেটেড গেমিং ফোন হলেও ক্যামেরার দিকে খেয়াল রেখেছে কোম্পানি। ফোনে দেওয়া হয়েছে তিনটে রেয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাই এই ফোনের মূল আকর্ষণ। এ ছাড়াও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরের পাশাপাশি দেওয়া হয়েছে ২ মেগার ম্যাক্রো লেন্স ক্যামেরা। সামনের সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর। প্রাইমারি ক্যামেরাই এবার বিশেষ ইডি প্রযুক্তি দিয়েছে পোকো। যা ডিএসএলআর ক্যামেরার সঙ্গে তুলনীয়।