Poco Smartphones: পোকো এফ সিরিজের (Poco F Series) নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছে। কোন ফোন লঞ্চ হবে পোকো (Poco Smartphones) সংস্থা তা নির্দিষ্ট ভাবে না জানালেও অনুমান করা হচ্ছে, পোকো এফ৬ (Poco F6) ফোন লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, এই ফোন লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ টার্বো (Redmi Note 13 Turbo) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। রেডমির (Redmi Smartphone) এই ফোন এখনও লঞ্চ হয়নি। অন্যদিকে আনুষ্ঠানিক লঞ্চের আগে পোকো সংস্থার নতুন ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন জানা গিয়েছে পোক এফ৬ ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 সেনসর থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এটিই সম্ভবত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর হতে চলেছে। এছাড়াও এই ক্যামেরা মডিউলে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকতে পারে। পোকো এফ৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে পোকো এফ৬ ফোন লঞ্চ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। উল্লিখিত ফিচারগুলি ছাড়া পোকো সংস্থার এফ সিরিজের নতুন ফোন সম্পর্কে আর কোনও সম্ভাব্য ফিচার এখনও জানা যায়নি। এমনকি পোকো এফ৬ ফোন কবে লঞ্চ হবে তাও জানা যায়নি।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে পোকো সি৬১
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। আগামী ২৮ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। Diamond Dust Black, Ethereal Blue, Mystical Green- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৬১ ফোন। এই ফোন লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। পোকো সি৬১ ফোনে লঞ্চ হয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটি (Dual Rear Camera Unit), এআই প্রযুক্তি যুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। পোকো সি৬১ ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে আরও একটি সেকেন্ডারি সেনসর এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট।
আরও পড়ুন- ভারতে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?