Smartphone: ভারতে পোকো এফ৬ (Poco F6) ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে এতদিনে। অনুমান করা হচ্ছে, Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে পোকো এফ৬ ফোন। পোকো সংস্থার গ্লোবাল এক্সিকিউটিভ ডেভিড লিউ এক্স মাধ্যমে নিজের পোস্টে Xiaomi Civi 4 Pro ফোনের নাম করেছে। যদিও পোকো এফ৬ ফোনের নাম একবারও করেননি তিনি। তবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরের কথা বলা হয়েছে, যা রয়েছে Xiaomi Civi 4 Pro ফোনে। এই প্রসেসর যুক্ত কোনও ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়নি। তাই অনুমান এই চিপসেট নিয়ে লঞ্চ হবে পোকো সংস্থার ফোন। সেই সঙ্গে এও শোনা গিয়েছে যে পোকো সংস্থার এই ফোন আসলে চিনে লঞ্চ হওয়া Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। যদি তাই-ই হয় তাহলে দুই ফোনের মধ্যে অনেক মিল বা সামঞ্জস্য দেখা যাবে বলে অনুমান। 


ভারতে পোকো এফ৬ ফোন কবে নাগাদ লঞ্চের সম্ভাবনা রয়েছে


শোনা যাচ্ছে, মে কিংবা জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে পোকো এফ৬- এর ভারতে লঞ্চ প্রসঙ্গে নির্দিষ্ট কোনও দিন জানা যায়নি। পোকো সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। 


এবার দেখে নেওয়া যাক Xiaomi Civi 4 Pro ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • শাওমির এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং 1.5K রেজোলিউশন পাওয়া সম্ভব। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন। এই ডিভাইসে রয়েছে গ্লাস অ্যান্ড লেদার ফিনিশের সংমিশ্রণ যা এই ফোনকে একটি স্লিক-স্মার্ট লুক দেবে। 

  • শাওমির এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং Leica Optics Summilux লেন্স যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে একটি ৫০ মিলিমিটারের Leica Professional Portrait লেন্স যুক্ত রয়েছে। আর রয়েছে ১২ মেগাপিক্সেলের সেনসর যেখানে ১১২ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে দুটো ৩২ মেগাপিক্সেলের সেনসর। 

  • Xiaomi Civi 4 Pro ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর রয়েছে একটি ইনফ্রারেড সেনসর। তবে Xiaomi Civi 4 Pro ফোনই আদৌ পোকো এফ৬ ফোন হিসেবে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।  


আরও পড়ুন- ৫০ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৪ প্লাস মডেল ! কোথায়, কীভাবে, কত ছাড় পাওয়া যাবে?