Poco M5 4G: পোকো এম৫ (Poco M5 4G) ফোন ভারতে লঞ্চ হতে পারে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, পোকো এম৫ ফোনের ৪জি ভ্যারিয়েন্ট (Poco Smartphone) লঞ্চ হতে চলেছে দেশে। পরবর্তী সময়ে এই ফোনের ৫জি (5G Phone) ভ্যারিয়েন্টও ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। পোকো এম৫ ৪জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি র্যাম এবং ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে বলে শোনা গিয়েছে।
পোকো এম৫ ৪জি ফোনের সম্ভাব্য দাম
ভারতে পোকো এম৫ ৪জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। বেস ভ্যারিয়েন্টের দাম এটা হতে পারে বলে শোনা গিয়েছে। অন্যান্য ভ্যারিয়েন্টের দাম এর দাম আরও বেশি হতে পারে। সেপ্টেম্বরের শুরুতে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। তবে পোকো সংস্থা এখনও এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানায়নি। ফোনের দাম বা কোথা থেকে কেনা যাবে, কী কী র্যাম-স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে সেই ব্যাপারেও আনুষ্ঠানিক ভাবে পোকো সংস্থা কিছু ঘোষণা করেনি।
পোকো এম৫ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
- এই ৪জি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৬.৫৮ ইঞ্চির LDC ডিসপ্লে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে এই ডিসপ্লের উপর।
- মিডিয়াটেক হেলি জি৯৯ প্রসেসর থাকতে পারে পোকো এম৫ ৪জি ফোনে। তাছাড়াও থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- ফোনের সাইডের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কানেক্টিভিটি ফিচার হিসেবে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫ সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
শোনা যাচ্ছে, আগামী দিনে পোকো এম৫ ফোনের ৫জি ভ্যারিয়েন্টও লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি। ৪জি ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচারের দিক থেকে ৫জি ভ্যারিয়েন্টের কোনও ফারাক থাকবে কিনা তা জানা যায়নি। এর আগে পোকো এফ৪ ৫জি ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। নেবুলা গ্রিন এবং নাইট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এফ৪ ৫জি ফোন।
আরও পড়ুন- iPhone 14 তৈরি হতে পারে ভারতে, দামে প্রভাব পড়বে কি ?