Poco M5: ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৫ (Poco M5) স্মার্টফোন। পোকো কোম্পানির 'এম' সিরিজের (Poco M Series) এই ফোনে ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। পোকো এম৫ ফোনে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে। আর রয়েছে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। র‍্যামের পরিমাণ বাড়ানোর ফিচার রয়েছে পোকো এম৫ ফোনে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


ভারতে পোকো এম৫ ফোনের দাম ও উপলব্ধতা


এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। Icy Blue, Poco Yellow এবং Power Black- এই তিন রঙে লঞ্চ হয়েছে পোকো এম৫ ফোন। ১৩ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। শোনা যাচ্ছে, ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডে'জ সেলে আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে ক্রেতারা এই ফোন কিনলে ফ্ল্যাট ১৫০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও এক বছরের ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন এবং ৬ মাসের জন্য স্ক্রিন প্রোটেকশন পাবেন ক্রেতারা। 


পোকো এম৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩- এর প্রোটেকশন।

  • এই ফোনে রয়েছে একটি Turbo RAM ফিচার। এর সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। ফোনের ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে রর‍্যামের পরিমাণ বাড়ানো যায়। 

  • পোকো এম৫ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের পাশাপাশি একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও স্ক্রিনের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, GPS/ A-GPS, Infrared (IR) blaster, টাইপ-সি ইউএসবি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। 

  • পোকো সংস্থার দাবি একবার চার্জ দিলে পোকো এম৫ ফোনে একবার চার্জ দিলে ২ দিন পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে। 


আরও পড়ুন- লঞ্চের আগেই স্পেকস প্রকাশ্যে, মোটোর এই ফোন মিনিটেই চার্জ হবে