Poco Phones: ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৮ ৫জি ফোন। এই ফোন তিনটি রঙে লঞ্চ হয়েছে ভারতে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। পোকো এম৮ ৫জি ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির থ্রিডি কার্ভ ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ সিরিজের প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্স অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো এম৮ ৫জি ফোন। 

Continues below advertisement

পোকো এম৮ ৫জি ফোনের দাম 

এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ২১,৯৯৯ টাকা। 

Continues below advertisement

আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআই- এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে ফোন কিনলে ইনস্ট্যান্ট ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। কার্বন ব্ল্যাক, গ্লেসিয়াল ব্লু এবং ফরেস্ট সিলভার - এই তিন শেডে কেনা যাবে পোকো এম৮ ৫জি ফোন। ১৩ জানুয়ারি থেকে পোকো এম৮ ৫জি ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে ভারতে। 

পোকো এম৮ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। শাওমির অ্যান্ড্রয়েড ১৫ বেসড HyperOS 2.0 - এর সাহায্যে পরিচালিত হয় ফোন। ৪ বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। 
  • এই ফোনের ডিসপ্লেতে Wet Touch 2.0- এর সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ভেজা আঙুল থাকলেও ফোনের স্ক্রিন ব্যবহার করা যাবে। পোকো এম৮ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। আর ফোনের স্ক্রিনের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 
  • এই ফোনে ৫৫২০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ও ১৮ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ডিসপ্লেতেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন প্রায় ১৭৮ গ্রাম। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যায় এই ফোনে।