Poco Pad: পোকো সংস্থা তাদের প্রথম ট্যাবলেট 'পোকো প্যাড' (Poco Pad) লঞ্চ করবে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। সম্প্রতি এক্স মাধ্যমে পোকো সংস্থা জানিয়েছে তাদের প্রথম ট্যাব (Poco's First Tablet) লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ সিরিজের (Poco X6 Series) সঙ্গে এই ট্যাব লঞ্চ হবে। আগামী ২৩ মে পোকো এক্স৬ সিরিজের সঙ্গে পোকো প্যাড লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। অনুমান, পোকো সংস্থার প্রথম ট্যাব ওই দিনই ভারতেও লঞ্চ হবে। তবে পোকো ইন্ডিয়ার তরফে এখনও নিশ্চিত ভাবে এক্স মাধ্যমে কিছু ঘোষণা করা হয়নি। তাই গ্লোবাল লঞ্চের দিনই পোকো প্যাড ভারতে আসছে নাকি পরে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। আগামী ২৩ মে ভারতে পোকো এক্স৬ ফোন লঞ্চ হবে একথা আগেই জানিয়েছে পোকো সংস্থা। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান এই ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হতে পারে পোকো প্যাড। 


এবার দেখে নেওয়া যাক পোকো সংস্থার প্রথম ট্যাবে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে 


এই প্রথম ট্যাবলেট লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। তাদের প্রথম ট্যাব ইউজারদের নজর কেড়ে নিতে পারে বড় সাইজের স্ক্রিন অর্থাৎ ডিসপ্লের সাহায্যে। শোনা যাচ্ছে পোকো প্যাড মডেলে ১২.১ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই স্ক্রিনের উপর সুরক্ষার জন্য থাকতে পারে Corning Gorilla Glass 3 প্রোটেকশন লেয়ার বা স্তর। 


আগেই শোনা গিয়েছিল পোকো প্যাড আসলে লঞ্চ হতে চলেছে রেডমি প্যাড প্রো মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। এই তথ্য সত্যি হলে দুই ডিভাইসের মধ্যে ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনের নিরিখে অনেক মিল থাকবে। এমনকি পোকো প্যাড এবং রেডমি প্যাড প্রো- এই দুই ট্যাবের দামও প্রায় একই হতে পারে। 


পোকো প্যাড মডেলে থাকতে পারে একটি কোয়াড স্পিকার। সেখানে আবার থাকতে পারে Dolby Atmos অডিও সাপোর্ট। এছাড়াও এই ফোনে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পোকো প্যাড এই ট্যাবে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন২ চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবিও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি প্যাড প্রো মডেলে এইসব ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। 


পোকো প্যাড, পোকো সংস্থার প্রথম ট্যাবে থাকবে ৮ মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা সেনসর। এটি থাকবে ট্যাবের রেয়ার বা ব্যাক প্যানেলে। অন্যদিকে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা হিসেবে। এই ট্যাবে ১০ হাজার এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ব্যাটারি এবং চার্জিং ফিচার লক্ষ্য করা গিয়েছে রেডমি প্যাড প্রো মডেলেও। Android 14-based HyperOS- এর সাহায্যে পোকো প্যাড পরিচালিত হতে পারে। 


আরও পড়ুন- ১৮ লক্ষ সিম কার্ডের বন্ধের সিদ্ধান্ত ! কেন্দ্রের নয়া নির্দেশ টেলিকম সংস্থাগুলিকে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।