Poco Phones: ভারতে আসছে পোকো সংস্থার নতুন ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। পোকো সি৮৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ৯ ডিসেম্বর। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্টে কেনা যাবে এই ফোন। তিনটি রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন। পোকো সি৮৫ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকতে চলেছে। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে এই ফোনে ১০৬ ঘণ্টার বেশি মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। Mystic Purple, Spring Green, Power Black- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৮৫ ৫জি ফোন। 

Continues below advertisement

পোকো সি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে 

  • এই ফোনে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট থাকবে এই ফোনে। ১০ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারও থাকার কথা রয়েছে পোকো সি৮৫ ৫জি ফোনে। 
  • ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকতে পারে পোকো সি৮৫ ৫জি ফোনে। একবার পুরো চার্জ দিলে ২৩ ঘণ্টা হোয়াটসঅ্যাপ করা যাবে, ২৯ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা যাবে। ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোন। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে পোকো সংস্থার এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি AI ক্যামেরা সেনসর থাকতে পারে এই ক্যামেরা ইউনিটে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। 
  • এই ফোনে ১ শতাংশ থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে ২৮ মিনিট। অর্থাৎ খুব কম সময়েই চার্জ হয়ে যাবে এই ফোনে। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকতে চলেছে পোকো সি৮৫ ৫জি ফোনে। 

Realme Phones: রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি 'পি' সিরিজের এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ইউজাররা পাবেন ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় এই ফোন সহজে নষ্ট হবে না। 

Continues below advertisement