Poco Phones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সংস্থার একটি ফোন। এটি ৫জি মডেল হবে বলেই জানা গিয়েছে। পোকো 'সি' সিরিজের একটি ফোন দেশে লঞ্চ হতে চলেছে। এবার আসছে পোকো সি৮৫ ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে, একটি চৌকো আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে।
ভারতে কবে লঞ্চ হতে চলেছে পোকো সি৮৫ ৫জি ফোন
আগামী ৯ ডিসেম্বর দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে পোকো সি৮৫ ৫জি ফোন। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে থাকতে চলেছে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১০ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট। ফোনের ব্যাক প্যানেলে উপরে ডানদিকের কোণে থাকতে চলেছে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। 'পোকো' ব্র্যান্ডের লোগো লেখা থাকবে ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি ভাবে।
পোকো সি৮৫ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে যা এআই যুক্ত। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে পোকো- র এই ৫জি ফোন। পোকো সি৮৫ ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকতে পারে। পার্পল শেডে লঞ্চ হতে পারে এই ফোন। ৪ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট থাকতে চলেছে পোকো সি৮৫ ৫জি ফোনে।
পোকো এম৭ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল এবছর অগস্ট মাসে
পোকো এম৭ প্লাস ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। পোকো এম৭ প্লাস ৫জি ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর। ইউজাররা এই ফোনে পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনের ইনবিল্ট ৮ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।