Poco Smartphones: পোকো সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন (Poco Smartphone Series) সিরিজ। আগামী ১১ জানুয়ারি পোকো এক্স৬ ৫জি (Poco X6 5G) এবং পোকো এক্স৬ প্রো ৫জি (Poco X6 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শাওমির সাব-ব্র্যান্ড পোকো ইতিমধ্যেই তাদের নতুন স্মার্টফোন সিরিজের আনবক্সিং ভিডিও প্রকাশ করে ফেলেছে। আর সেখান থেকেই পোকো এক্স৬ ৫জি সিরিজের দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আনবক্সিং ভিডিওতে দেখা গিয়েছে পোকো এক্স৬ ৫জি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৭ ওয়াটের একটি অ্যাডাপ্টার থাকবে ফোনের বাক্সে, যা দিয়ে চার্জ দেওয়া যাবে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন২ প্রসেসর থাকবে একথা আগেই ঘোষণা করেছিল পোকো সংস্থা। 


টিপস্টার সুধাংশু আম্ভোরে পোকো এক্স৬ ৫জি সিরিজের আনবক্সিং ভিডিও প্রকাশ করেছেন (আনুষ্ঠানিক ভাবে নয়)। সেখানে পোকো এক্স৬ ৫জি ফোনের একটা ঝলক দেখা গিয়েছে, যা থেকে ফোনের ডিজাইন সম্পর্কে আন্দাজ করা গিয়েছে। ডূয়াল টোন ডিজাইন থাকবে এই ফোনে। এর সঙ্গে দেখা যাবে গ্লাস ব্যাক ডিজাইন। এই ব্যাক প্যানেলে আবার থাকবে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। সেখানে রেয়ার ক্যামেরা সেনসরগুলি সজ্জিত থাকবে। এই ফোনের কালো রঙের বাক্সে ইউএসবি টাইপ-সি ৩.৫ মিলিমিটারের অ্যাডাপ্টার থাকবে যা ৬৭ ওয়াটের। এছাড়াও থাকবে ফোনের যাবতীয় প্রয়োজনীয় নথি, একটি সিম বের করার অর্থাৎ সিম ইজেক্টর টুল। 


পোকো এক্স৬ ৫জি ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন


ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। পোকো এক্স৬ ৫জি ফোন পরিচালিত হবে Android 13-based MIUI 14- এর সাহায্যে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED থাকবে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে, আর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। পোকো এক্স৬ ৫জি সিরিজের প্রো মডেল অর্থাৎ পোকো এক্স৬ প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। বলা হচ্ছে, পোকো এক্স৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ প্রো ৫জি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। আর পোকো এক্স৬ প্রো মডেল হতে চলেছে রেডমি কে৭০ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। 


আরও পড়ুন- ভারতে আসছে ওয়ানপ্লাস ১২আর, কোথা থেকে কেনা যাবে? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন