Poco X6 Series: পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১১ জানুয়ারি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে অনলাইনে এক্সক্লুসিভ ভাবে এই সিরিজের ফোন কেনা যাবে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন। পোকো এক্স৫ সিরিজের (Poco X5 Series) সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ সিরিজ। প্রসঙ্গত উল্লেখ্য, পোকো এক্স৫ সিরিজের ক্ষেত্রেও লঞ্চ হয়েছে পোকো এক্স৫ (Poco X5) এবং পোকো এক্স৫ প্রো (Poco X5 Pro) - এই দুই ফোন।
সম্প্রতি শোনা গিয়েছে পোকো এক্স৬ ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে LPDDR5 র্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ। বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১৩ প্রো ৫জি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। পোকো এক্স৬ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এবং সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে যেখানে আলট্রা ওয়াইড লেন্স থাকার কথা শোনা গিয়েছে। আর থাকতে পারে একটি ২ মেগাপিক্সেলের শুটার।
অন্যদিকে পোকো এক্স৬ প্রো ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর। বলা হচ্ছে এই ফোন রেডমি কে৭০ই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ প্রো ফোনে ১২ জিবি পর্যন্ত র্যাম এবগ ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। পোকো এক্স৬ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলা প্রথম ফোন হবে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকবে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি AMOLED 1.5K LTPS ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
পোকো এক্স৬ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৭ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও ৮ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেনসর থাকতে পারে যার সঙ্গে আবার যুক্ত থাকতে পারে আলট্রা ওয়াইড লেন্স। আর থাকতে পারে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে। পোকো এক্স৬ ফোন লঞ্চ হতে পারে কালো, ধূসর এবং হলুদ রঙে। অন্যদিকে পোকো এক্স৬ প্রো ফোন কালো, নীল এবং সাদা রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- স্টোরেজ বাড়লেই খসবে মোটা টাকা! কীভাবে অনায়াসে স্টোরেজ বাঁচাবেন ?