Realme 10 Series: রিয়েলমি ১০ ৪জি ফোন (Realme 10 4G) লঞ্চ হতে চলেছে নভেম্বর মাসে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি ১০ ৪জি ফোনের ভারতে দাম কত হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। সেই সঙ্গে এই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। রিয়েলমি ১০ ৪জি ফোনের পাশাপাশি শোনা গিয়েছে যে ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়া জি৬০ ৫জি (Nokia G60 5G) ফোন। তবে এখনও নোকিয়ার এই ৫জি (Nokia 5G Phone) ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি।


রিয়েলমি ১০ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন


এই ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ৪জি স্মার্টফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিয়েলমি ১০ সিরিজের এই ফোনের সঙ্গে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোন লঞ্চেরও সম্ভাবনা রয়েছে।


চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৯ সিরিজ। তারই সাকসেসর হিসেবে আসছে রিয়েলমি ১০ সিরিজ। একাধিক রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ ৪জি ফোন। ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করার জন্য থাকতে পারে হোল-পাঞ্চ ডিজাইন। ফোনের ডানদিকের অংশে থাকতে পারে ভলিউম বাটম এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্ক্রিনের উপর থাকতে পারে একটি Panda glass layer। এর সাহায্যে নিরাপদে থাকবে ফোনের ডিসপ্লে। ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে বলে জানা গিয়েছে।


রিয়েলমি ১০ ৪জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে থাকতে পারে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। সেলফি তোলার জন্য ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।


রিয়েলমি ১০ ৪জি ফোনের সম্ভাব্য দাম (ভারতে)


রিয়েলমি এই ৪জি ফোনের দাম ভারতে ১৭ হাজার থেকে ১৯ হাজার টাকার মধ্যে হতে পারে। বিভিন্ন অফার-সহ এই ফোনের বেস মডেলের দাম ১৫ হাজার টাকার আশপাশে হবে বলে অনুমান।


আরও পড়ুন- ভারতে আসছে নোকিয়ার নতুন ৫জি ফোন, দ্রুত শুরু হতে চলেছে প্রি-বুকিং