Realme 10: রিয়েলমি ১০ (Realme 10) ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই বাজেট স্মার্টফোন একটি ৪জি মডেল (4G Phone)। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম যুক্ত রয়েছে। রিয়েলমি ১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে আছে ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


রিয়েলমি ১০ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। আগামী ১৫ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই মডেলে ১০০০ টাকা ছাড় থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও রিয়েলমি ১০ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Clash White এবং Rush Black- এই দুই রঙে রিয়েলমির নতুন ফোন লঞ্চ হয়েছে।


রিয়েলমি ১০ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। 

  • রিয়েলমির এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। 

  • রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে পারে ২৮ মিনিটে। 


Redmi Note 12 Series: ভারতে লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১২ ৫জি সিরিজ (Redmi Note 12 5G)। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G), রেডমি নোট ১২ প্রো ৫জি Redmi Note 12 Pro 5G এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি- (Redmi Note 12 5G ProPlus)এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। 


Oppo A78 5G: নতুন বছরে ভারতে আসছে ওপ্পো 'এ' সিরিজের ফোন ওপ্পো এ৭৮ ৫জি। ওপ্পো 'এ' সিরিজের আসন্ন ফোনে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকতে পারে।