Realme 10 Pro Coca Cola Edition: রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন (Realme 10 Pro Coca Cola Edition) লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি ১০ প্রো ফোনের স্পেশাল এডিশনে স্ট্যান্ডার্ড ভার্সানের মতোই ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। 


রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। কালো রঙে লঞ্চ হয়েছে এই ফোনে। সেই সঙ্গে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোকা-কোলা লোগো। আগামী ১৪ ফেব্রুয়ারি এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে কেনা যাবে রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন। 


রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এছাড়াও রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


Vivo V27 Series: ভিভো সংস্থা সম্ভবত ভারতে লঞ্চ করতে চলেছে ভি২৭ সিরিজ (Vivo V27 Series)। যদিও ভিভো সংস্থা এখনও এই স্মার্টফোন (Vivo Smartphone) লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, সম্ভবত আগামী মাসে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ। ভিভো ভি২৭ সিরিজে দুটো প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই মডেল। এর মধ্যে ভিভো ভি২৭ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশ থেকে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন মার্চ মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে ফোন ! কীভাবে হবে এমন ম্যাজিক?