Realme 10: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রিয়েলমি ১০ (Realme 10)। ট্যুইটারে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে চিনের সংস্থা। রিয়েলমি (Realme India) সংস্থার ভারতীয় ওয়েবসাইটেও এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই রিয়েলমি ১০ ফোন লঞ্চ হয়েছে। সেখানে ছিল মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ছিল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি। তবে রিয়েলমি ১০ ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি। মাঝামাঝি রেঞ্জে এই ফোন লঞ্চ হবে ভারতে, এমনটাও শোনা গিয়েছে। রিয়েলমি ১০ ৪জি ফোন তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১০ ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে।
রিয়েলমি ১০ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- অ্যান্ড্রয়েড ১২ এবং realme UI 3.0- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও এখানে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে ৯০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। ভার্চুয়াল র্যাম ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVooc চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Redmi Note 12 5G: নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে রেডমির (Redmi Smartphone) নতুন ফোন। আগামী ৫ জানুয়ারি লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে নতুন রেডমি নোট ১২ সিরিজের ফোনগুলির টিজার প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, রেডমি নোট ১২ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপরের বর্ডারের অংশে মাঝ বরাবর একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনের ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের হবে। রেডমি নোট ১২ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার কথাও শোনা গিয়েছে। অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের টিজার দেখা যাওয়ার ফলে অনুমান লঞ্চের পর এই ই-কমার্স সংস্থা থেকেই রেডমি নোট ১২ ৫জি ফোন কেনা যাবে। চিনের অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হয়েছে। চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের অনেক মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- ৩১ ডিসেম্বর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, তালিকায় রয়েছে আইফোনও