Realme 12 Pro 5G Series: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি (Realme 12 Pro 5G) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি (Realme 12 Pro Plus 5G) - এই দুই ফোন। রিয়েলমির এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১২ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এই দুই ফোন পরিচালিত হবে realme UI 5.0- এর সাপোর্টে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ডায়নামিক র‍্যাম টেকনোলজির সাপোর্ট, যার সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া ইন্টারনাল স্টোরেজ দিয়ে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। 


ভারতে রিয়েলমি ১২ প্রো ৫জি এবং রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের দাম কত



  • রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হয়েছে। তার দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। নেভিগেটর বেজ, সাবমেরিন ব্লু এবং এক্সপ্লোরার রেড- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোন।

  • রিয়েলমি ১২ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। নেভিগেটর বেজ এবং সাবমেরিন ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি ফোন। 

  • রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি সংস্থার ওয়েবসাইট থেকে। আগামী ৬ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। পরের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি রিয়েলমি সংস্থার ওয়েবসাইটে ক্রেতারা একটি আর্লি অ্যাকসেস সেল পাবেন। 


আরও পড়ুন- ভারতে রিয়েলমি ১২ সিরিজের দুটো নতুন ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, রইল সম্ভাব্য ফিচার