Realme 12 Pro 5G Series: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে ২৯ জানুয়ারি। রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 Pro Plus), এই দু'টি মডেল লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে তৃতীয় মডেল হিসেবে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ফোনও। তবে এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রো এবং প্রো প্লাস- এই দুই ফোন নিশিচত ভাবেই লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইতিমধ্যেই রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। তার মধ্যে সম্প্রতি নিশ্চিত ভাবে জানা গিয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি স্মার্টফোন সিরিজের একটি ফোনে ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ লেন্স থাকবে। এই স্মার্টফোন সিরিজের একটি ফোনে Sony IMX890 সেনসর থাকবে এবং তার সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। অন্যদিকে আবার শোনা গিয়েছে রিয়েলমি ১২ প্রো ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। আর রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। 


Realme 12 Pro 5G Series: এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা তাদের আসন্ন রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে। সেখানেই সংস্থার তরফে জানানো হয়েছে এই স্মার্টফোন সিরিজের ফোনে ১২০এক্স জুম সাপোর্ট থাকবে। এছাড়াও বলা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের যে OmniVision OV64B পেরিক্সোপ লেন্স থাকবে সেখানে সেনসরের সাইজ 1/2 ইঞ্চি হতে পারে। রিয়েলমি ১২ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর থাকতে পারে এবং এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। রিয়েলমি ১২ প্রো- এই রেগুলার মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ইউনিট লক্ষ্য করা যাবে বলেও শোনা গিয়েছে। রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের সঙ্গে নতুন ফোনের ক্যামেরা ফিচার মিল থাকতে পারে। আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে রিয়েলমি ১২ প্রো সিরিজ। আর এই ৫জি স্মার্টফোন সিরিজের ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 


রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে ১২ জিবি র‍্যাম থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৬৭ ওয়াতের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ৬.৭ ইঞ্চির curved-edge full-HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে এবং রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 


আরও পড়ুন- ২ হাজার টাকার কমে অ্যামাজন থেকে ২০,০০০ এমএএইচের কোন কোন পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে?