Realme Smartphone: রিয়েলমি ১২এক্স ৫জি ফোন সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, রিয়েলমির এই ৫জি ফোন এবার ভারতে লঞ্চ হবে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই এই ফোন ভারতে লঞ্চ হবে। চিনে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে। শোনা যাচ্ছে, ভারতে যে মডেল লঞ্চ হবে সেখানে চিনের ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা আলাদা ফিচার থাকবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে রিয়েলমি ১১এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। 


চার্জিং ফিচারের সাপোর্ট


চিনে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট নিয়ে। ভারতে এই ফোন লঞ্চ হতে পারে ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। এর পাশাপাশি রিয়েলমির দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে মাত্র ৩০ মিনিট সময় লাগবে। রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। 


ডায়নামিক বাটন ফিচার


রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে থাকতে পারে ডায়নামিক বাটন ফিচারের সাপোর্ট। এই ডায়নামিক বাটন দেখা গিয়েছে রিয়েলমি ১২ ৫জি ফোনেও। এটি এমন একটি শর্টকাট বাটন যার সাহায্যে একাধিক কাজ করা যাবে। যেমন- ডু নট ডিস্টার্ব এবং এয়ারপ্লেন মোড অন করা, ক্যামেরা শাটার, ফ্ল্যাশলাইট, সাইলেন্ট মোড এইসব কন্ট্রোল করা সম্ভব হবে ডায়নামিক বাটনের সাহায্যে। 


চিনে লঞ্চ হওয়া রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক



  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। তার সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম যুক্ত রয়েছে, যা আবার ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • রিয়েলমি ১২এক্স ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।

  • ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্য এলসিডি স্ক্রিন রয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?