Realme Smartphones: এপ্রিল মাসে নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি (Realme) সংস্থা। এবার লঞ্চ হবে রিয়েলমি ১২এক্স ৫জি (Realme 12X 5G) ফোন। আজই এই ফোন লঞ্চ হবে দেশে। শোনা গিয়েছে, রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে হতে পারে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক একঝলকে। 


রিয়েলমি ১২এক্স ৫জি ফোন 



  • এই ফোন ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট নিয়ে লঞ্চ হতে চলেছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। 

  • এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড় সাইজের এবং অতিরিক্ত উজ্জ্বল ডিসপ্লে থাকতে চলেছে। এর সঙ্গে থাকবে দ্রুত গতিতে এবং একসঙ্গে একাধিক কাজ সাবলীল ভাবে করতে পারে এরকম একটি প্রসেসর। 

  • ডুয়াল স্পিকার থাকতে চলেছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে। এর পাশাপাশি ফোন ব্যবহারের ফলে অতিরিক্ত গরম হয়ে গেলে তাপ নির্গমনের জন্য থাকতে চলেছে আধুনিক ও উন্নত advanced VC cooling technology- র সাপোর্ট। 

  • রিয়েলমির এই ফোনে ডায়নামিক বাটন এবং এয়ার জেসচার ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। এর আগে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে এই ফিচার দেখা গিয়েছিল। 


রিয়েলমি আরও একটি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি 


শোনা যাচ্ছে, ভারতে রিয়েলমির (Realme) একটি ফোন (Smartphone) লঞ্চ হবে যেখানে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। অনুমান করা হচ্ছে, হয়তো রিয়েলমি সি৬৫ (Realme C65) ফোন এই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল রিয়েলমির এই ফোন ভিয়েতনামে লঞ্চ হবে। ভিয়েতনামের পাশাপাশি রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছে ফিলিপিন্স, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায়। সম্প্রতি 91Mobiles Hindi- র একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, রিয়েলমি সংস্থা ভারতে এমন একটি ফোন লঞ্চ করতে চলেছে যেখানে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। আর এই ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার মধ্যে। অর্থাৎ রিয়েলমির এই ফোন একটি বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে। রিয়েলমি সি৬৫ ফোন যদি লঞ্চ হয় তাহলে সেটি হবে রিয়েলমি সি৫৫ ফোনের সাকসেসর মডেল। ২০২৩ সাল অর্থাৎ গতবছর মার্চ মাসে রিয়েলমি সি৫৫ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। 


আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল 'Click Here' ট্রেন্ড, জানেন কি এত কাজে লাগে এটি?