Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন দু'টি ফোন। রিয়েলমি ১৪ প্রো ৫জি এবং রিয়ালমি ১৪ প্রো প্লাস ৫জি- এই দুই ফোন লঞ্চ হয়েছে দেশে। দুটো ফোনই ভারতে পাওয়া যাচ্ছে তিনটি রঙে। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। অন্যদিকে রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। রিয়েলমি ১ ৪প্রো সিরিজের এই দুই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোনে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। অন্যদিকে, রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
রিয়েলমি ১৪ প্রো ৫জি এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের দাম
রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এই মডেলে। অন্যদিকে রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। জয়পুর পিঙ্ক, পার্ট হোয়াইট এবং Suede Grey - এই তিন রঙে কেনা যাবে রিয়েলমি ১৪ প্রো ৫জি ফোন।
রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এর পাশাপাশি এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৪,৯৯৯ টাকা। বিকানির পার্পল, পার্ল হোয়াইট, Suede Grey - এই তিন রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন।
৪০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এটা ব্যাঙ্ক ডিসকাউন্ট। ইতিমধ্যেই রিয়েলমি ১৪ প্রো সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। বিক্রি শুরু হবে ২৩ জানুয়ারি, দুপুর ১২টা থেকে। ফ্লিপকার্ট, রিয়েলমি অনলাইন স্টোর এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে রিয়েলমি ১৪ প্রো এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস- এই দুই ৫জি ফোন।
আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন, কোন মডেল কবে লঞ্চ হতে চলেছে?