Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন। এখনও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে এই ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে, রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। অনুমান, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এটি একটি OLED স্ক্রিন হতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে, যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ চিপসেটও থাকতে পারে। আর এই ফোনে পেতে পারেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। 

Continues below advertisement

ভারতে দাম কত হতে পারে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনের (সম্ভাব্য) 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ২০,৯৯৯ টাকা। এই দামের উপর ছাড় দেবে অ্যামাজন। তার ফলে, দাম কমে হতে পারে ১৭,৯৯৯ টাকা। আর কোনও র‍্যাম-স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হবে কিনা তার আভাস অ্যামাজনের সাইটে পাওয়া যায়নি। Glitz Gold রঙে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর কোনও রঙে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয় এখনও। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। রেয়ার ক্যামেরায় ২০এক্স ডিজিটাল জুমের সাপোর্ট পাওয়া যেতে পারে। রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে তাদের এই ফোন সম্পর্কে বিশদে কিছু ঘোষণা করেনি। 

Continues below advertisement

ভারতে রিয়েলমি 'সি' সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে 

ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন। এটি একটি ৫জি ফোন হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে, অর্থাৎ দাম আকাশছোঁয়া হবে না, থাকবে সাধ্যের মধ্যেই। রিয়েলমি 'সি' সিরিজের একটি ফোন এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। ভিয়েতনামে আগেই এই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, রিয়েলমি ১৫এক্স ফোনের মতোই হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। দুই ফোনের যথেষ্ট মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রেডমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ১৫সি সিরিজের ফোন এবং নোট ১৫ সিরিজের ফোন। আগামী কয়েক মাসের মধ্যে এইসব ফোন লঞ্চ হবে দেশের বাজারে।