কলকাতা: দিন কয়েক আগে বিশ্বজুড়ে লঞ্চ করেছে রিয়েল মি ৮ সিরিজ। রিয়েল মি ৮ এবং রিয়েল মি ৮ প্রো ফোনে ৪ জি কানেকটিভিটি রয়েছে। কিন্তু এই ফিচারে সন্তুষ্ট নন গ্রাহকরা। তাই এবার ৫ জি কানেকটিভিটি যুক্ত ফোন আনতে চলেছে এই সংস্থা। সংস্থার ভারত এবং ইউরোপের প্রধান মাধব শেঠ এই খবর জানিয়েছেন। আর কয়েকদিনের মধ্যে ভারতে ৫ জি কানেকটিভিটি যুক্ত রিয়েল মি ৮ এবং রিয়েল মি ৮ প্রো আসতে চলেছে।


ট্যুইটার হ্যান্ডেলে এক গ্রাহকের প্রশ্নের উত্তরে রিয়েল মি ইন্ডিয়া সাপোর্ট উত্তর দিয়েছে রিয়েল মি ৮ ৫ জি এবং রিয়েল মি ৮ প্রো ৫ জি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদিও নির্দিষ্ট কোনও দিনের কথা ঘোষণা করেনি সংস্থা। কারণ ভারতে সি সিরিজের লঞ্চ নিয়েও সংস্থার ব্যস্ততা রয়েছে। তবে খুব বেশি দেরি হবে বলেও মনে করছে না ওয়াকিবহল মহল। ৫জি কানেকটিভিটি যুক্ত এই ফোন ইতিমধ্যে থাইল্যান্ড এবং আমেরিকায়।


কী কী থাকছে নতুন ফোনে?


 


সম্ভবত, ৪ জি এবং ৫ জি ফোনের মধ্যে বিশেষ কিছু পার্থক্য থাকবে না। সম্ভবত দুটি ফোনের প্রসেসর আলাদা হবে। ফোন কেমন দেখতে হবে সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। গুজব ছড়িয়েছে এই ফোনে থাকতে পারে অলিড স্ক্রিন। সঙ্গে থাকতে পারে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১১। রিয়েল মি ৫ জি ফোনে থাকতে পারে ৫ হাজার এমএএইচ (5000mAh ) ব্যাটারি। ফোনে আছে ওয়াইফাই এবং জিপিএস।


 


রিয়েল মি ৮ এবং রিয়েল মি ৮ প্রো ৪জি-র ফোনে ছিল ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা। আশা করা যায়, রিয়েল মি ৮ এবং রিয়েল মি ৮ প্রো ৫জি ফোনেও তাই থাকবে। প্রসেসর অবশ্য আলাদা হতে পারে। ৫জি কানেকটিভিটি যুক্ত এই দুই ফোনে লাভবান হবেন গ্রাহকরা।