Realme: রিয়েলমি ৯আই ৫জি (Realme 9i 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সংস্থার তরফে জানানো হয়েছে রিয়েলমির (Realme) এই ফোন লঞ্চ হবে আগামী ১৮ অগস্ট সকাল ১১টা ৩০মিনিটে। এই ফোনে (Realme Smartphone) থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি চিপসেট। শক্তিশালী ব্যাটারি এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে রিয়েলমি ৯আই ৫জি ফোনে। রিয়েলমি সংস্থা তাদের আসন্ন এই ফোনের ক্ষেত্রে নাম দিয়েছে The 5G Rockstar। ট্যুইটারে রিয়েলমি সংস্থা তাদের নতুন ফোন রিয়েলমি ৯আই ৫জি লঞ্চের কথা ঘোষণা করেছে।
চলতি বছর জানুয়ারি মাসে রিয়েলমি ৯আই লঞ্চ হয়েছিল ভারতে। সেই ফোনেরই ৫জি ভার্সান হিসেবে আসতে চলেছে রিয়েলমি ৯আই ৫জি ফোন। এই নতুন ফোনের ফিচার এবং দাম সম্পর্কে এখনও কিছু ঘোষণা করেনি রিয়েলমি সংস্থা। শুধু ফোন লঞ্চ হবে এটুকুই জানানো হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি ৯আই ফোনে কী কী ফিচার রয়েছে
- রিয়েলমি ৯আই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর।
- এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস।
- অ্যান্ড্রয়েড ১১ এবং Realme UI 2.0 সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ- সি, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে।
- এছাড়াও এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
রিয়েলমি ৯আই ফোনের দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। প্রিজমা ব্ল্যাক, প্রিজমা ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৯আই ফোনে।
আরও পড়ুন- অ্যামাজনের সেলে ৩০ হাজার টাকার বেশি দামের কোন ফোনে কত ছাড়? দেখে নিন