নয়াদিল্লি: আর কোনও জল্পনার অবকাশ রইল না। ১৮ অগাস্ট দেশে আত্মপ্রকাশ করতে চলেছে রিয়েলম বুক স্লিম (Realme Book Slim Laptop)। কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছে রিয়েলমি।
ওই একই দিনে Realme GT 5G ও Realme GT Master Edition লঞ্চ করার কথা ছিল কোম্পানির। যদিও নতুন ট্যুইটে সেরকম কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। সম্প্রতি জিটি ৫জি সিরিজের সঙ্গেই ল্যাপটপের টিজার প্রকাশ্যে এনেছে রিয়েলমি। তবে এরই মধ্যে কোম্পানির ল্যাপটপ নিয়ে আরও একটি টিজার সামনে এসেছে।যেখানে রিয়েলমি বুক স্লিমের কথা বলেছিল কোম্পানি। টেক ব্লগারদের ধারণা, রিয়েলমি বুকের দুটো ভ্যারিয়েন্ট একসঙ্গে লঞ্চ হতে পারে। তা হলে একই ল্যাপটপ ভিন্ন নামে বিশ্ববাজারে ছাড়তে চলেছে চিনা কোম্পানি।
কী বলছেন কোম্পানির কর্ণধার ?
রিয়েলমির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৮ অগাস্ট বেলা ১২টার সময় এই স্লিম ল্যাপটপ লঞ্চ করা হবে। কিছুদিন আগেই এ প্রসঙ্গে ট্যুইট করেন রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ। এই বিষয়ে একটি ফটো শেয়ার করেছেন তিনি। যেখানে রিয়েলমি বুক নিয়ে কাজ করছেন অফিসের সবাই। এই ল্যাপটপকে 'রিয়েলমি বুক স্লিম' বলেই ট্যুইট করেছেন মাধব। ট্যুইটে তিনি লিখেছেন, ''এই ডিভাইস ল্যাপটপ সম্পর্কে সবার চিন্তাধারা বদলে দেবে। সস্তায় উন্নত প্রযুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ল্যাপটপে। অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতো হলেও অনেক সস্তা রিয়েলমি ল্যাপটপ। বর্তমানে বাজারে ১৫ হাজার টাকাতেও উইন্ডোজ ল্যাপটপ দেখা যায়। যার বিল্ড কোয়ালিটি ও ভিতরের হার্ডওয়্যার বেশ ভালো থাকে। রিয়েলমি এবার সেরকমই কিছু আনতে চলেছে।''
Realme Book Slim-এর স্পেসিফিকেশন
সিলভার কালারের এই নতুন ল্যাপটপে খুবই কম বেজেল রয়েছে। লিড আর চিনে লোগো দিয়েছে কোম্পানি। ডানদিকে ইউএসবি টাইপ এ পোর্ট অডিও জ্যাকের জায়গা দেওয়া হয়েছে। অন্য দিকে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।নতুন ল্যাপটপে মেটাল বডি দিচ্ছে না কোম্পানি। পরিবর্তে হাল্কা পলিকার্বোনেট ব্যবহার করা হয়েছে রিয়েলমি বুকে। ফলে অন্য ল্যাপটপের থেকে অনেক হাল্কা হবে এই ল্যাপটপগুলি। টেক সাইটগুলোর মতে, ডিভাইসে দুই ধরনের হার্ডওয়্যার ভ্যারিয়েন্ট দেবে কোম্পানি। ইন্টেল আই-৩ প্রসেসর ছাড়াও রিয়েলমির নতুন ল্যাপটপে থাকছে আই-৫ এর সুবিধা।
ম্যাকবুক এয়ারের সব স্পেসিফিকেশন না থাকলেও রিয়েলমি বুক নিয়ে এখনই কৌতূহল শুরু হয়েছে ক্রেতাদের মনে। ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে এই ল্যাপটপে।শীঘ্রই বাজারে লঞ্চ হলেও উইন্ডোজ ১১ আপডেটের বিষয়ে আশ্বস্ত করবে কোম্পানি। মনে করা হচ্ছে, ৪০,০০০ টাকা দাম হতে পারে ল্যাপটপের।