Realme Earbuds: রিয়েলমি বাডস এয়ার ৩এস (Realme Buds Air 3S) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন (Earphone) লঞ্চ হয়েছে ভারতে। এই ইয়ারবাডসে (Earbuds) রয়েছে ১১ মিলিমিটারের Liquid Silicone Triple Titanium Bass ড্রাইভার্স। এর সাহায্যে হাই কোয়ালিটির স্টিরিও সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে।


ভারতে রিয়েলমি বাডস এয়ার ৩এস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনের দাম এবং উপলব্ধতা


ভারতে রিয়েলমির এই নতুন ইয়ারফোনের দাম ২৪৯৯ টাকা। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এই ইয়ারফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারফোন কেনা যাবে। Bass Black এবং Bass White- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ইয়ারবাডস।


রিয়েলমি বাডস এয়ার ৩এস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ইয়ারফোনে রয়েছে Dolby Atmos সাপোর্ট। এছাড়াও হাই কোয়ালিটি বা ভাল গুণমানের সারাউন্ড সাউন্ড পাওয়ার জন্য রয়েছে কাস্টোমাইজেবল EQ tuning ফিচার। এর সঙ্গে রয়েছে AAC high-quality audio ফিচারের সাপোর্ট। এই ইয়ারফোনে Music Box Design-ও দেখা গিয়েছে।

  • রিয়েলমির এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি। একই সময়ে দুটো ডিভাইসের সঙ্গে এই ইয়ারবাডস যুক্ত করা সম্ভব। এই ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল ফিচার।

  • রিয়েলমি বাডস এয়ার ৩এস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে একবার পুরো চার্জ দিতে সময়ে লাগে প্রায় এক ঘণ্টা। পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডস পার‍্য ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট দেবে। অন্যদিকে জানা গিয়েছে, মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে এই ইয়ারবাডসে।

  • রিয়েলমির নতুন ইয়ারফোনে রয়েছে ৪টি মাইক্রোফোন। নয়েজ রিডাকশন সাপোর্ট রয়েছে এই মাইক্রোফোনগুলিতে। AI ENC নয়েজ ক্যান্সেলিং অ্যালগোরিথমের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে এই ফিচার কাজে লাগে।

  • রিয়েলমি বাডস এয়ার ৩এস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন একটি IPX5 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই অডিও ডিভাইসের কোনও ক্ষতি হবে না।


রিয়েলমির এই ইয়ারফোনের সঙ্গে একটি স্মার্টওয়াচও লঞ্চ হয়েছে ভারতে। ব্লুটুথ কলিং ফিচার নিয়ে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচ। রিয়েলমি সংস্থার এই স্মার্টওয়াচের দাম দেশে ৪৯৯৯ টাকা। ৯ সেপ্টেম্বর থেকে এই স্মার্টওয়ায়চের বিক্রি শুরু হয়েছে দেশে। রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে। কালো এবং ধূসর রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো, দাম কত এই স্মার্টওয়াচের? কী কী ফিচার রয়েছে