Realme TWS Earbuds: রিয়েলমি সংস্থা ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৭ মডেল। আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় এই ইয়ারবাডস লঞ্চের কথা রয়েছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি - এই দুই ফোনের সঙ্গে। রিয়েলমির নতুন ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৫২ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে সংস্থা। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। রিয়েলমি বাডস এয়ার ৬ - এর সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৭ - এই ইয়ারবাডসটি। ভারতে লঞ্চের পর রিয়েলমি বাডস এয়ার ৭ মডেল অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে।
কেমন হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৭ - এই ইয়ারবাডসটি
- ক্রিস্টাল অ্যালয় ডিজাইন থাকতে চলেছে এই ইয়ারবাডসে। এটি আইপি৫৫ রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। আইভরি গোল্ড, ল্যাভেন্ডার পার্পল এবং মস গ্রিন- এই তিন রঙে রিয়েলমি বাডস এয়ার ৭ লঞ্চ হতে চলেছে ভারতে।
- রিয়েলমি বাডস এয়ার ৭ মডেলে ৫২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি ফিচার। ছয়টি মাইক যুক্ত একটি সেটআপ থাকছে এই ইয়ারবাডসে যেখানে কল নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে।
- রিয়েলমির আসন্ন ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের deep bass driver এবং সেখানে হাই রেজোলিউশনেও অডিও সাপোর্ট পাবেন ইউজাররা। এর সঙ্গে ২৬০ ডিগ্রি spatial audio এবং LHDC 5.0 টেকনোলজির সাপোর্ট থাকছে।
- রিয়েলমি বাডস এয়ার ৭ - এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ইয়ারফোন চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা।
ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোন। দেশে যে এই দুই ফোন লঞ্চ হবে তা আগেই ঘোষণা করেছিল রিয়েলমি সংস্থা। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। জানা গিয়েছে, রিয়েলমি সংস্থার এই দুই ৫জি ফোন মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে। জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি, এই দুই ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে। এর আগে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি- এই দুই ফোন। সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোনের।