Realme C33 2023: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির (Realme Smartphone) নতুন ফোন রিয়েলমি সি৩৩ ২০২৩ এডিশন (Realme C33 2023 Edition)। রিয়েলমির এই ফোন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে প্রথম মোডেলের দাম ৯৯৯৯ টাকা। আর দ্বিতীয় মডেলের দাম ১০,৪৯৯ টাকা। অ্যাকোয়া ব্লু, নাইট সি এবং স্যান্ডি গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩৩ ২০২৩ এডিশন। জানা গিয়েছে, এই ফোন কেনা যাবে রিয়েলমি স্টোর থেকে। 


রিয়েলমির নতুন ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিমের স্লট। অ্যান্ড্রয়েড ১২ এবং Realme UI S Edition- এর সাহায্যে পরিচালিত হবে রিয়েল সি৩৩ ২০২৩ এডিশন ফোন।

  • এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রিয়েলমি 'সি' সিরিজের এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর UniSoC T612 চিপসেট। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি সি৩৩ ২০২৩ এডিশন ফোনে। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি এআই সাপোর্ট যুক্ত ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • রিয়েলমির এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। 


পোকো এক্স৫ ৫জি


ভারতে লঞ্চ হয়েছে পোকো (Poco Smartphone) সংস্থার নতুন ফোন পোকো এক্স৫ ৫জি (Poco X5 5G)। দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। একটি মডেলে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা। আর একটি মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেলের দাম ২০,৯৯৯ টাকা। সুপারনোভা গ্রিন, জাগুয়ার ব্ল্যাক এবং ওয়াইল্ডক্যাট ব্লু- এই তিন রঙে লঞ্চ হয়েছে পোকো এক্স৫ ৫জি ফোন। ২১ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে।


মোটো জি৭৩ ৫জি


কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৭৩ ৫জি। এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Lucent White এবং Midnight Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি ফোন। আগামী ১৬ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 


আরও পড়ুন- ২০ হাজার টাকার কম দামে পাবেন এই ৫জি ফোন, রয়েছে নজরকাড়া ফিচার