Realme Smartphone: রিয়েলমি সংস্থা ভারতে রিয়েলমি সি৫৩ (Realme C53) ফোনের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। সেখানে রয়েছে আরও বেশি পরিমাণে র্যাম এবং স্টোরেজ (RAM And Storage)। এর আগে রিয়েলমি সি৫৩ ফোন ভারতে লঞ্চ হয়েছিল দুটি ভ্যারিয়েন্টে। একটিতে ছিল ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যটিতে ছিল ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এবার রিয়েলমি সি৫৩- এর যে নতুন ভ্যারিয়েন্ট দেশে লঞ্চ হয়েছে সেখানে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, একটি অক্টা-কোর প্রসেসর (নাম প্রকাশ্যে আসেনি) এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
রিয়েলমি সি৫৩ ফোনের নতুন র্যাম-স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে কত?
রিয়েলমি সি৫৩ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১০,৯৯৯ টাকা। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এর আগে রিয়েলমি সি৫৩ ফোনের যে দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল অর্থাৎ ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ- তাদের দাম বর্তমানে যথাক্রমে ৯৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। শ্যাম্পেন গোল্ডেন এবং শ্যাম্পেন ব্ল্যাক- এই দুই রঙে রিয়েলমি সি৫৩ ফোন ভারতে কেনা যাবে।
রিয়েলমি সি৫৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে অ্যাড্রয়েড ১৩ বেসড Realme UI T Edition- এর সাপোর্ট।
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ১২এনএম চিপসেট।
- রিয়েলমি সি৫৩ ফোএর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই- এর সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে মিই ক্যাপস্যুল ফিচার যা অনেকটা অ্যাপেলের আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। ব্যাটারি এবং ইন্টারনেট ডেটা ব্যবহার দেখা যাবে এই ফিচারের সাহায্যে।
- ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট।