Realme C55: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের (Realme Smartphone) নতুন ফোন রিয়েল সি৫৫। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে আইফোনের মতো ডায়নামিল আইল্যান্ড লুক। রিয়েলমির এই ফোনে রয়েছে নতুন একটি ফিচার 'মিনি ক্যাপস্যুল' (Mini Capsule)। এই ফিচারের সাহায্যে ফোনের মধ্যেই ইউজার ব্যাটারি, স্টেপ কাউন্ট এবং ডেটা ব্যবহারের পরিমাণ দেখতে পাবেন নোটিফিকেশনের মাধ্যমে। 


ভারতে রিয়েলমি সি৫৫ ফোনের দাম


আগামী ২৮ মার্চ থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি সি৫৫ ফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। Sun shower এবং Rainy Night- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। 


রিয়েলমি সি৫৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এর সঙ্গে থাকছে Realme UI 4.0- এর সাপোর্ট। রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটি। 


Nokia Budget Smartphone: নোকিয়া সি১২ প্রো (Nokia C12 Pro), এই বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। নোকিয়া সি১২ প্রো ফোনের এই দুই ভ্যারিয়েন্টে ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের ফিচার রয়েছে। light mint, charcoal, dark cyan- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ প্রো ফোন। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ প্রো, এই বাজেট ফোনের দাম ৭ হাজার টাকারও কম