5G Phone Under Rs 10,000: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন (5G Phone Under Rs 10,000) ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি। এবার লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬৫ ৫জি (Realme C65 5G) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হব সেকথা নিশ্চিত করেছে রিয়েলমি সংস্থা। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও এটা শোনা গিয়েছে যে ভারতে রিয়েলমি সি৬৫ ৫জি ফোনের দাম শুরু হবে ১০ হাজার টাকার কম থেকে। ইতিমধ্যেই রিয়েলমি 'সি' সিরিজের এই ৫জি ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের প্রোডাক্ট পেজ দেখা গেলেও আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য প্রকাশিত হয়নি। 


অনুমান করা হচ্ছে, রিয়েলমি সি৬৫ ৫জি ফোন ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম সমেত লঞ্চ হতে পারে। বেস মডেলের দাম ১০ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দুই ভ্যারিয়েন্টের দাম ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। 


ভারতে আসছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন


সম্প্রতি জানা গিয়েছে, রিয়েলমি সংস্থা তাদের নারজো সিরিজের একটি ৫জি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। রিয়েলমির আসন্ন ফোনে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার কম হতে চলেছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমির আসন্ন ফোনের টিজার দেখা গিয়েছে। অর্থাৎ দেশে লঞ্চের পর এই ফোন যে অ্যামাজন থেকে কেনা যাবে তা স্পষ্ট। অ্যামাজনের মাইক্রোসাইটের টিজার থেকে জানা গিয়েছে, রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে থাকতে চলেছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোন IP54 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। 


আরও পড়ুন- ইনভার্টার সমেত স্মার্ট এসি কেন কিনবেন? এর সুবিধা কোথায়? জেনে নিন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।