Realme Phones: রিয়েলমি সি৭১ ৪জি ফোন (Realme C71 4G) লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোনে রয়েছে ৬৩০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। রিয়েলমি সি৭১ ৪জি ফোনে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। AI যুক্ত ইমেজিং এবং এডিটিং টুলস রয়েছে এই ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরে। রিয়েলমির এই ফোনে ১২ এনএম অক্টা-কোর Unisoc T7250 চিপসেট রয়েছে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোনটি। মিলিটারি গ্রেড শক রেজিসট্যান্ট রয়েছে এই ফোনে।

রিয়েলমি সি৭১ ৪জি ফোনের দাম কত 

রিয়েলমি সি৭১ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৬৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৬৯৯ টাকা। দুটো রঙে রিয়েলমি সি৭১ ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। বর্তমানে এই ফোন অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর ও অফলাইন রিটেল স্টোর থেকে। সস্তায় ফোন কিনতে চাইলে এই ফোনের দিকে একবার নজর দিতে পারেন। রিয়েলমির এই ৪জি ফোনে রয়েছে অনেক কার্যকরী ফিচারের সাপোর্ট। 

রিয়েলমি সি৭১ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6 সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে এইচডি ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য ফিচার AI ইরেজার, AI ক্লিয়ার ফেস, প্রো মোড এবং ডুয়াল ভিউ ভিডিও সাপোর্ট। 
  • ফোনের ব্যাক প্যানেলে রয়েছে সার্কুলার পালস লাইট ইউনিট। এখানে ৯টি রঙে এবং ৫টি চকচকে মোড কাস্টোমাইজ করা যাবে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • রিয়েলমি সি৭১ ফোনে ১৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৬ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সাপোর্ট রয়েছে এই ফোনে। রিয়েলমি সি৭১ ৪জি ফোনের ওজন প্রায় ২০১ গ্রাম।