Realme GT 2 Master Explorer Edition: চিনা কোম্পানি রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme GT 2 Master Explorer Edition লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। জুলাইতেই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। শোনা যাচ্ছে, কোম্পানি গত বছর Realme GT2-র যে এডিশন লঞ্চ করেছিল, তারই আপডেটেড ভার্সন আসবে এবার।


কোম্পানি ইতিমধ্যেই GT 2 সিরিজের Realme GT 2 ও Realme GT 2 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। Realme GT 2 Master Explorer Edition লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে ফোনের কিছু ফিচার। দেখে নিন, কী বৈশিষ্ট্য রয়েছে সেই ফোনে। 


Realme GT 2 মাস্টার এক্সপ্লোরার সংস্করণের সম্ভাব্য বৈশিষ্ট্য
কোম্পানি (Realme) Realme GT 2 Master Explorer Edition ফোনে Qualcomm Snapdragon 8+ Gen octa core প্রসেসর দিতে পারে।


এই ফোনে 6.7-ইঞ্চি স্ক্রিন দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে ফোনে UHD অর্থাৎ আল্ট্রা হাই ডেফিনিশনের 1080 x 2412 পিক্সেল রেজোলিউশন পাওয়া যাবে। 
ফোনে AMOLED ডিসপ্লের ফিচারও পাওয়া যাবে। এর সাথে ফোনটিতে 120 HZ এর রিফ্রেশ রেটও দেওয়া যেতে পারে।


Realme GT 2 Master Explorer Edition স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। 
এতে Sony-র 50 MP মেইন রেয়ার ক্যামেরা সহ 8 MP সেকেন্ড আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ফ্ল্যাশলাইটের সঙ্গে 2 MP থার্ড ম্যাক্রো ক্যামেরা দেওয়া যেতে পারে।


এই ফোনে 32 MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
Realme GT 2 Master Explorer Edition ফোনটি 12 GB RAM সহ 512 GB ইন্টারনাল স্টোরেজ পেতে পারে।


নতুন এই ডিভাইস Android 12 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে।


ফোনে পাওয়া যাবে একটি 5,000 mAh-এর ব্যাটারি। যা 100 W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।


Realme-র Realme GT 2 Master Explorer Edition স্মার্টফোনটি 5G নেটওয়ার্কের সঙ্গে লঞ্চ হতে পারে।


আরও পড়ুন: Best Camera Phone: ২০ হাজারে দারুণ স্পেকস, পাবেন না এর থেকে ভালো ক্যামেরা