Realme GT 3: শক্তিশালী চার্জিং ফিচার নিয়ে লঞ্চ হতে চলেছে রিয়েলমির (Realme Smartphone) নতুন স্মার্টফোন। এ মাসেই লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৩ (Realme GT 3) ফোন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩- এ এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। স্পেনের বার্সেলোনাতে এই ইভেন্ট হতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি নিও ৫। অনুমান করা হচ্ছে, নতুন ফোন তারই গ্লোবাল ভ্যারিয়েন্ট হতে চলেছে। সম্প্রতি রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট Xu Qi নিশ্চিত ভাবে জানিয়েছেন যে চিনে রিয়েলমি জিটি ৩ ফোন লঞ্চ হবে। চিনে এই ফোন চলতি বছরের শেষভাগে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। রিয়েলমি জিটি ৩ ফোনের চিনা ভ্যারিয়েন্টে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এই প্রসেসরও এখনও লঞ্চ হয়নি। সূত্রের খবর, এবছর চতুর্থ ত্রৈমাসিকে এই প্রসেসর লঞ্চ হতে পারে। 


চিনে লঞ্চ হওয়ার আগে গ্লোবাল মার্কেটে রিয়েলমি জিটি ৩ ফোন লঞ্চ হবে। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে বা আদৌ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। রিয়েলমি জিটি ৩ এবং রিয়েলমি জিটি নিও ৫- এই দুই ফোনে একই ধরনের ফিচার ও স্পেসিফিকেশন থাকবে বলে শোনা গিয়েছে। আর তাই অনুমান, রিয়েলমি জিটি ৩ রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৫ ফোনের। 


রিয়েলমি জিটি নিও ৫ ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ৬.৭৪ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ এবং Realme UI 4.0- এর সাহায্যে।

  • রিয়েলমির এই ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি জিটি নিও ৫ ফোনে। ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেনসর রয়েছে এই ক্যামেরা সেটআপে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি Samsung S5K3P9 সেলফি সেনসর। 

  • রিয়েলমি জিটি নিও ৫ ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ভ্যারিয়েন্টে ৪৬০০ এমএএইচ ব্যাটারি ও ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। অন্য ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


OnePlus Ace 2 Variant: নতুন ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস (OnePlus Smartphone) সংস্থা। চলতি মাসের শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল OnePlus Ace 2। ভারতেও লঞ্চ হয়েছে এই ফোন। তবে রিব্র্যান্ডেড হয়ে ওয়ানপ্লাস ১১ ৫জি হিসেবে। ওয়ানপ্লাস কোম্পানির এই দুই ফোনেই রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস সংস্থা তাদের ফোন OnePlus Ace 2- এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এই ফোনের অন্যতম আকর্ষণ হতে চলেছে শক্তিশালী প্রসেসর। শোনা গিয়েছে, OnePlus Ace 2 ফোনের নয়া ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকার সম্ভাবনাও রয়েছে।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণার ছক, আপনি ফাঁদে পা দেননি তো ?