Realme GT Series Phone: রিয়েলমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে তাদের 'জিটি ৬ সিরিজ' (Realme GT Series)। রিয়েলমি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি একথা জানিয়েছেন এক্স মাধ্যমে। যদি রিয়েলমি (Realme Smartphones) কর্তৃপক্ষ এখনও ঘোষণা করেনি যে ভারতে কবে রিয়েলমি জিটি ৬ সিরিজ লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে কোন কোন ফোন লঞ্চ হবে তাও জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে ভারতে ছয় বছর পূর্তি উপলক্ষ্যে 'জিটি সিরিজ'- এর sixth generation লঞ্চ করতে পারে রিয়েলমি সংস্থা। মিড-রেঞ্জের প্রিমিয়াম ফোন (Mid Range Premium Phone) লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি সিরিজের (Realme GT Series) মধ্যে। রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6) লঞ্চ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 


ভারতে এখন কেনা যাবে রিয়েলমি জিটি নিও ৩ এবং রিয়েলমি জিটি ২ প্রো- এই দুই ফোন এখন কেনার জন্য উপলব্ধ রয়েছে। অন্যদিকে চিনে আগামী ৯ মে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন লঞ্চ হতে চলেছে। এর আগে এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন। সেই দলেই যুক্ত হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের নাম। 


রিয়েলমি জিটি নিও ৬ ফোনে চিনে লঞ্চ হতে চলেছে আগামী ৯ মে


এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে 8T LTPO ডিসপ্লে। এই ফোনে ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসে চিনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে ছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর। এছাড়াও ছিল 8T LTPO OLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এর পাশাপাশি এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ ফিউশন? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।