Realme GT Phones: ভারতে আসছে রিয়েলমি 'জিটি' সিরিজের তিনটি নতুন ফোন। শোনা যাচ্ছে, একই সঙ্গে লঞ্চ হবে রিয়েলমির এই ফোনগুলি। এবার দেশে আসছে রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন এবং রিয়েলমি জিটি ৭টি ও রিয়েলমি জিটি ৭- এই তিন ফোন। ড্রিম এডিশনের এই স্পেশ্যাল এডিশন ফোন লঞ্চ হবে নির্দিষ্ট ডিজাইনের সঙ্গে। স্ট্যান্ডার্ড মডেলের মতোই ইন্টারনাল স্পেসিফিকেশন থাকতে পারে রিয়েলমি জিটি সিরিজের এই স্পেশ্যাল এডিশন ফোনে। অন্যদিকে জানা গিয়েছে, রিয়েলমি জিটি ৭ ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ প্রসেসর।
রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন যে ভারতে লঞ্চ হবে তার আভাস সংস্থার তরফেই দেওয়া হয়েছে এক্স মাধ্যমে। ২৭ মে লঞ্চ হবে এই ফোন। এর সঙ্গে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৭ এবং রিয়েলমি জিটি ৭টি- এই দুই ফোনও। ২৭ মে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এই ফোনগুলি লঞ্চের কথা রয়েছে। দেশে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে।
রিয়েলমি সংস্থা এক্স মাধ্যমে টিজার প্রকাশ করলেও ফোনের ডিজাইন প্রকাশ করেনি। ছবিতে দেখা গিয়েছে একটি ফর্মুলা ১ রেসিং গাড়ি উজ্জ্বল সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা রয়েছে। অনুমান, রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন ফোনে স্পোর্টস কাস্টোমাইজশন আইকন, থিম, এক্সক্লুসিভ প্যাকেজিং, আলাদা ধরনের ডিজাইন থাকতে চলেছে। এর ফলেই ফোনটি রিয়েলমি জিটি ৭- এই স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট থেকে একদম আলাদা হবে।
রিয়েলমির এর আগে অন্যান্য স্পেশ্যাল এডিশনের স্মার্টফোনের মতোই রিয়েলমি জিটি ৭ ফোনের থেকে কিছুটা অন্যরকমের ডিজাইনে রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশনের ফোন লঞ্চ হবে। তবে স্পেসিফিকেশন থাকবে স্ট্যান্ডার্ড মডেলের মতোই। রিয়েলমি জিটি ৭ ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তার সঙ্গে ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ই প্রসেসর। ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে।