Realme GT Neo 3T: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সংস্থার নতুন ফোন রিয়েলমি জিটি নিও ৩টি (Realme GT Neo 3T)। আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে রিয়েলমির এই স্মার্টফোন। দুপুর ১২টা ৩০মিনিটে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন লঞ্চ হবে ভারতে। গ্লোবাল মার্কেটে এই ফোন প্রকাশ্যে এসেছিল চলতি বছর জুন মাসে। জানা গিয়েছে, এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে। এছাড়াও রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টেও এই প্রসেসর ছিল।


রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বিশেষ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে আসেনি। তবে অনুমান করা হচ্ছে, গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের বেশ কিছু মিল থাকতে পারে। শোনা যাচ্ছে, তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। এখানে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।


রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন


গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে এই ফোনের ভারতীয় মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ১২ এবং Realme UI 3.0- এর সাপোর্টে পরিচালিত হবে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। শোনা যাচ্ছে, একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপডড়াগন ৮৭০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে এই ফোনের প্রসেসরের সঙ্গে।


রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর।


রিয়েলমির আসন্ন ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে।


আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন, প্রসেসরে থাকবে চমক