কুয়ালালামপুর : Narzo 30 সিরিজে আগেই দুটো ফোন ভারতীয় বাজারে এনেছে রিয়েলমি। এবার মালেশিয়ায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে Realme Narzo30-র। ১৮ মে ফোনের ভ্যানিলা এডিশন আনতে চলেছে কোম্পানি।


নারজো ৩০ সিরিজের সবথেকে সস্তা ও দামি ফোন লঞ্চ করা হয়ে গিয়েছিল আগেই। ভারতের বাজারে Narzo 30A ও Narzo 30 Pro 5G এনছিল চিনা সংস্থা। এবার পালা নারজো ৩০-র। টেক সাইটগুলোর মতে, মালেশিয়ায় নারজো ৩০ ভ্যানিলার যে পোস্টার পড়েছে দেশের বাজারে সেই মডেলই আনতে চলেছে রিয়েলমি। তবে নতুন সিরিজে ভ্যানিলা নাম নাও থাকতে পারে। তবে ভারতে ফোন আনার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলেনি কোম্পানি।


Realme Narzo 30 ফোনের স্পেসিফিকেশন


৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে এই ফোনে। তবে অ্যামোলেডের পরিবর্তে এবার থাকবে এলসিডি স্ক্রিন। ৯০ হার্টসের রিফ্রেশ রেটের সঙ্গে এই ফোনে থাকছে ৫৮০ নিটসের ব্রাইটনেস। নতুন মডেলে থাকছে না কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। এই ফোনে মিডিয়াটেকের হিলিও জি-৯৫ চিপসেট দিচ্ছে কোম্পানি। রিয়েলমি ৮-এও একই প্রসেসর ব্যবহার করেছে চিনা সংস্থা। গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, নতুন মডেলে ৬ জিবির RAM দেবে কোম্পানি। যদিও ৪ জিবির ভ্যারিয়েন্ট আনতে পারে রিয়েলমি। অ্যান্ড্রয়েড ১১-এ মি ইউজার ইন্টারফেস ২.০-তে চলবে এই ফোন।


ক্যামেরা কী থাকছে ?


নতুন ফোনে তিনটি রেয়ার ক্যামেরা দিয়েছে রিয়েলমি। তবে অবাক করার বিষয় এই ফোনে থাকছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকতে পারে নারজো ৩০ তে। সঙ্গে ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা। পাশাপাশি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দিয়েছে কোম্পানি। সেলফির জন্য দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ফোনে ৫০০০ এম এ এইচের ব্যাটারির সঙ্গে থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং। থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট। ইয়ারফোনের জন্য দেওয়া হয়েছে ৩.৫ এম এম-এর জ্যাক।