Realme Narzo Phones: রিয়েলমি (Realme) সংস্থা ভারতে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি জানা গিয়েছে, রিয়েলমি সংস্থা তাদের নারজো সিরিজের (Realme Narzo Phones) একটি ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ করতে চলেছে।  আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি (Realme Narzo 70x 5G) ফোন। এই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। রিয়েলমির আসন্ন ফোনে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার কম হতে চলেছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমির আসন্ন ফোনের টিজার দেখা গিয়েছে। অর্থাৎ দেশে লঞ্চের পর এই ফোন যে অ্যামাজন থেকে কেনা যাবে তা স্পষ্ট। 


অ্যামাজনের মাইক্রোসাইটের টিজার থেকে জানা গিয়েছে, রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে থাকতে চলেছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন IP54 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। 


সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি১ ৫জি সিরিজ 


এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দু'টি ফোন। রিয়েলমি পি১ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। এই দুই ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস টি১১০ ইয়ারবাডস, সঙ্গে হাজির নতুন ট্যাব, দাম কত? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।