Realme Narzo Smartphones: রিয়েলমি তাদের নারজো ৮০ সিরিজের (Realme Narzo 80 Series) আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এর আগে এপ্রিল মাসে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি- এই দুই ফোন দেশে লঞ্চ হয়েছে। আর এবার আসতে চলেছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ভ্যারিয়েন্ট (Realme Narzo 80 Lite 5G)। কবে এই ফোন ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি এখনও। তবে দুটো রঙে আর দুটো মেমোরি কনফিগারেশনে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আর এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। ভারতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন খুব তাড়াতাড়িই লঞ্চ হতে চলেছে। রিয়েলমি নারজো ৮০ সিরিজের এটি তৃতীয় ফোন যা ভারতে লঞ্চ হবে। 

কোন কোন ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে 

৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। দুটো মডেলেই থাকবে একটি ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাপোর্ট এবং একটি মেমোরি কার্ডের স্লট। অর্থাৎ র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যাবে। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। 

ভারতে রিয়েলমি নারজো ৮০ সিরিজের তৃতীয় ফোনের দাম কত হতে পারে (সম্ভাব্য) 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৯৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১১,৯৯৯ টাকা। দুই ফোনেই ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে। crystal purple এবং onyx black- এই দুই রঙে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন লঞ্চ হতে পারে। তবে কবে লঞ্চ হবে তা জানা যায়নি এখনও। 

কী কী ফিচার থাকতে পারে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে, লঞ্চের আগে জেনে নিন 

  • এই ফোনের এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত স্ক্রিন থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। তবে ডিসপ্লে সাইজ জানা যায়নি। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথাও শোনা গিয়েছে। চার্জিং ফিচার সম্পর্কে এখনও জানা যায়নি। 
  • রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা সেনসর এবং ফ্রন্ট ক্যামেরা সেনসর সম্পর্কেও বিশেষ কিছু তথ্য প্রকাশ্যে আসেনি।