Realme Phones: রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৯ পেরিল। রিয়েলমি এই দুই ফোনের জন্য আর্লি বার্ড সেল এবং সীমিত সময়ের জন্য অফার ঘোষণা করেছে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড়। ভারতে লঞ্চের পর রিয়েলমি নারজো সিরিজের এই দুই ৫জি ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। এই দুই ফোনেই থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর।
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের জন্য আর্লি বার্ড সেল চলবে অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে, ৯ এপ্রিল সন্ধে ৬টা থেকে মাঝরাত পর্যন্ত। এই ফোনে থাকতে চলেছে সীমিত সময়ের জন্য অফারও। এর পাশাপাশি রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের আর্লি বার্ড সেল শুরু হবে ১১ এপ্রিল সন্ধে ৬টা থেকে এবং চলবে মধ্যরাত পর্যন্ত। এই ফোনেও সীমিত সময়ের জন্য অফার থাকতে চলেছে।
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কী কী অফার থাকতে চলেছে, দেখে নিন
এই ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের দাম ভারতে ১৩ হাজার টাকার কম থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। রিয়েলমি সংস্থা তাদের নারজো সিরিজের ফোন রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি মডেলের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য স্পেশ্যাল ১২৯৯ টাকার অফার রেখেছে।
ছাত্রছাত্রীদের নিজেদের 'স্টুডেন্ট আইডেন্টিটি' ভেরিভাই করাতে হবে। তাহলে অফারের সঙ্গে সঙ্গে এক বছরের জন্য স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনও পেয়ে যাবেন তাঁরা। এর জন্য লাগবে না কোনও অতিরিক্ত খরচ। তবে ফার্স্ট সেলের সময়েই এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। ৯ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই অফার (স্ক্রিন প্রোটেকশন)। অন্যদিকে পড়ুয়ারা যাতে নিজেদের স্টুডেন্ট আইডেন্টিটি ভেরিফিকেশন করিয়ে সুবিধা পেতে পারেন, তার জন্য ২৮ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। সফলভাবে ভেরিফিকেশন করা হয়ে গেলে, ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট কুপন যার মাধ্যমে অফার পাওয়া যাবে, সেটা পাঠানো হবে। অন্যদিকে এক বছরের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন প্ল্যান পাঠানো হবে ৮ মে- এর মধ্যে।
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর। এই দুই ফোনেই থাকতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। আর জল এবং ধুলোয় দুটো ফোনের কোনওটাই সহজে নষ্ট হবে না, কারণ এগুলি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস।