Realme Phones: রিয়েলমি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে ভারতে। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৯০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজের আওতায় লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি- এই দুই ফোন। মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হয়েছে এই দুই ফোন, অর্থাৎ দাম আকাশছোঁয়া নয়। রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে পাওয়া যাবে ৬০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Continues below advertisement

রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল রয়েছে। এটি একটি dust and water resistance ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোনটি সহজে নষ্ট হবে না। রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনেও রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। 

ভারতে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের দাম 

Continues below advertisement

রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল রয়েছে যার দাম ১৮,৪৯৯ টাকা। 

রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। 

২৪ ডিসেম্বর থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই দুই ফোন কেনা যাবে। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোন কেনা যাবে দুটো রঙে - Victory Gold ও Carbon Black । অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে  Nitro Blue এবং Flash Blue - এই দুই রঙে। 

রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনে রয়েছে ৬.৮০ ইঞ্চির এলসিডি স্ক্রিন। অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। দুটো ফোনেই ডুয়াল সিম এবং অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6400 Max চিপসেট। রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর পাবেন এই ক্যামেরা মডিউলে। আর রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলেরই মেন সেনসর রয়েছে। আর দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।