Realme Phones: রিয়েলমি 'নারজো' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে সেকথা ইতিমধ্যেই জানা গিয়েছে। যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে রিয়েলমি নারজো সিরিজের দুটো ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। রিয়েলমির আসন্ন ফোনের একটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এক ধরনের ডিজাইনে। অন্যদিকে আরেকটি ফোনেও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে, কিন্তু অন্য ডিজাইনে। তবে রিয়েলমি নারজো সিরিজের কোন কোন ফোন লঞ্চ হবে, নির্দিষ্ট ভাবে তা এখনও জানা যায়নি।
রিয়েলমি 'নারজ' সিরিজের যে দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, তার মধ্যে একটি মডেল, যেখানে তিনটি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে, সেখানে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকবে আরও ২টো অতিরিক্ত সেনসর। আরেকটি ফোনের ব্যাক প্যানেলে চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে ত্রিভুজাকারে তিনটি ক্যামেরা সেনসর সাজানো থাকবে। আর আলাদা করে থাকবে ফ্ল্যাশ ইউনিট। রিয়েলমি নারজো সিরিজের আসন্ন দুই ফোনেই ফ্ল্যাট ফ্রেম, রাউন্ড কর্নার পাবেন ইউজাররা।
রিয়েলমির আসন্ন দুই ফোনে শক্তিশালী ব্যাটারি সাপোর্ট থাকবে, সেই আভাসও পাওয়া গিয়েছে। তার সঙ্গে অতি অবশ্যই থাকতে চলেছে ফাস্ট চার্জিং সাপোর্ট, যাতে কম সময়ে ফোনে পুরো চার্জ হয়ে যাবে। আর লঞ্চের পর অনলাইনে যে এই দুই ফোন অ্যামাজনের ওয়েবসাইট থেকেই কেনা যাবে, তাও স্পষ্ট। অনুমান করা হচ্ছে, এই দুই ফোন রিয়েলমি নারজো ৯০ সিরিজের মডেল হতে পারে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানা যায়নি এখনও।
সম্প্রতি রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে
রিয়েলমি 'পি' সিরিজের এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ইউজাররা পাবেন ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় এই ফোন সহজে নষ্ট হবে না।
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। ম্যাট সিলভন, এলিগেন্ট পিঙ্ক এবং লেক গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন।