Realme 4G Phone: রিয়েলমি নোট ৫০ ৪জি (Realme Note 50 4G) ফোন ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। যদিও রিয়েলমি (Realme Smartphones) সংস্থা এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি। তবে রিয়েলমি নোট ৫০ ৪জি ফোন সম্পর্কে সম্ভাব্য বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বিভিন সূত্রে শোনা যাচ্ছে, রিয়েলমির এই ৪জি ফোনের দাম ৭০০০ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে শুরু হতে পারে। ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে সেগুলি কোন কোন দেশ সেই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনের নাম দেখা গিয়েছে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে যেমন Eurasian Economic Commission (EEC) এবং তাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে। এর থেকেই অনুমান, ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশে রিয়েলমির এই ৪জি ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, সম্ভবত একই দিনে।
রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে একটি Unisoc চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে। ভার্চুয়াল র্যামের পরিমাণ ৪ জিবি। আর থাকতে পারে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ।
- রিয়েলমির এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে বলেও শোনা গিয়েছে।
অন্যদিকে শোনা গিয়েছে, ৩ জানুয়ারি একটি নতুন ফোন ভারতে লঞ্চ করবে রিয়েলমি সংস্থা। অনুমান, রিয়েলমি ১২ প্রো অথবা রিয়েলমি ১২ প্রো প্লাস- এই দুটোর মধ্যে কোনও একটি ফোন লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি সংস্থার তরফে। তবে আসন্ন ফোনে একটি পেরিস্কোপ লেন্স থাকবে একথা আগেই জানিয়েছে রিয়েলমি। এছাড়াও কিছুদিন আগেই ভারতে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন লঞ্চ করেছে সংস্থা। এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ডার্ক পার্পল এবং সানি ওয়েসিস- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন। এই ফোনেরই ৪জি ভ্যারিয়েন্ট আবার লঞ্চ হয়েছে ইন্দোনেশিয়ায়।
আরও পড়ুন- মোটো জি৩৪ ৫জি ভারতে লঞ্চ হতে চলেছে দ্রুত, এই ফোনে কী কী ফিচার থাকতে পারে?