Realme P1 Pro India Price And Offers: এপ্রিল মাসের শুরুতে রিয়েলমি পি১ সিরিজ (Realme P1 Series) লঞ্চ হয়েছে ভারতে। এবার বিক্রি শুরু হল এই সিরিজের প্রো মডেলের। আজ ৩০ এপ্রিল ভারতে রিয়েলমি পি১ প্রো (Realme P1 Pro 5G) ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। প্যারট গ্রিন এবং ফোনিক্স রেড- এই দুই রঙে কেনা যাবে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোন। 


ভারতে রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের দাম এবং বিভিন্ন অফার 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। রিয়েলমি এই ফোনের ক্ষেত্রে ২০০০ টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও রয়েছে নয় মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন। ২০০০ টাকা ছাড় পাওয়ার পর ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হয়েছে ২০,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাবেন। ফোনের কভার কেনার ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে। এছাড়াও থাকছে ক্যাশব্যাক কুপনের সুবিধা। 


রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 



  • রিয়েলমির এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল মাইক। সেখানে হাই রেজোলিউশনের অডিওর পাশাপাশি রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।  

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই মডেলে Rainwater Touch ফিচার রয়েছে বেস মডেলের মতোই। 

  • রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনেও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। Dolby Atmos সাপোর্ট যুক্ত ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে। 

  • এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। তার সঙ্গে আবার যুক্ত রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- ৮ হাজার টাকারও কমে ভারতে ঝাঁ-চকচকে ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন মডেল লঞ্চ হতে পারে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।