Realme Phones: রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন (Realme P3 Ultra 5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও রিয়েলমি সংস্থা ফোন লঞ্চের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি। কিন্তু এই ফোন যে দেশে দ্রুত লঞ্চ হতে চলেছে সেই আভাস এক্স মাধ্যমে দিয়েছে রিয়েলমি কর্তৃপক্ষ। এর আগে রিয়েলমি পি৩ প্রো ৫জি এবং রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। তবে রিয়েলমি পি৩ ফোন আদৌ দেশে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা জানিয়েছে, আলট্রা ডিজাইন, আলট্রা পারফরম্যান্স, আলট্রা ক্যামেরা- এই তিন ফিচার নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন। ইতিমধ্যেই একটি ছবিও প্রকাশ্যে এসেছে রিয়েলমির আসন্ন ফোনের। সেখানে ফোনের ডানদিকের সাইডের অংশ দেখা গিয়েছে। 

রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আলাদা ভাবে এই দুই ক্যামেরা সেনসর রয়েছে গোলাকার ইউনিটে। ফোনের ব্যাক প্যানেলের বাঁদিকের উপরের কোণে লম্বালম্বি সাজানো রয়েছে এই দুই রেয়ার ক্যামেরা সেনসর। তৃতীয় কোনও ক্যামেরা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এলইডি ফ্ল্যাশ লাইট সম্পর্কেও কিছু জানা যায়নি। অন্যদিকে ফোনের ডানদিকের সাইডের অংশে কমলা রঙের পাওয়ার বাটন এবং ফোনের ভলিউম রকার্স (আওয়াজ কমানো-বাড়ানোর বাটন) রয়েছে।

রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ অথবা মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর থাকতে পারে। প্রসেসরের সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6.0- এর সাহায্যে। আগে শোনা গিয়েছিল, রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের ১২ জিবি সর্বোচ্চ ইনবিল্ট র‍্যামের সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত সর্বোচ্চ অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনে একটি গ্লাস ব্যাক প্যানেল থাকার অনুমান করা হচ্ছে। অর্থাৎ ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হবে কাচের মতো। ধূসর রঙে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। 

সম্প্রতি ভারতে রিয়েলমির একটি ফোন লঞ্চ হয়েছে আগের থেকে আরও বেশি স্টোরেজ নিয়ে। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোন এবার ভারতে নতুন করে লঞ্চ হয়েছে ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলে রয়েছে ১২ জিবি র‍্যামও। জানা গিয়েছে, এই মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা।