Realme Phones: রিয়েলমি পি৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২০ অগস্ট। এর সঙ্গেই লঞ্চ হবে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি পি৪ ৫জি ফোনের দাম প্রকাশ্যে এসেছে। এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা ৫জি চিপসেট। এছাড়াও রিয়েলমি পি৪ ৫জি ফোনে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি পি৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে রিয়েলমি পি৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। 

ভারতে রিয়েলমি পি৪ ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা হতে পারে। রিয়েলমির চিফ মার্কেটিং অফিসার Francis Wong এক্স মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন। এই দামের ব্যাঙ্ক অফার যুক্ত বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ এই ফোনের এমআরপি আর একটু বেশি। এবছর মার্চ মাসে রিয়েলমি পি৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের দাম শুরু হচ্ছে। ১৬,৯৯৯ টাকা। তবে ২০০০ টাকা ব্যাঙ্ক অফার যুক্ত হয়ে এই ফোনের দাম আর একটু কমে হয়েছিল ১৪,৯৯৯ টাকা। 

রিয়েলমি পি৪ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন 

  • এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা ৫জি প্রসেসর। এছাড়াও থাকতে পারে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। 
  • রিয়েলমির এই ফোনে ইউজাররা ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। ফোন যাতে একটানা অনেকক্ষণ ব্যবহারের পর গরম হয়ে না যায়, তার জন্য থাকবে ৭০০০ স্কোয়ার মিলিমিটারের VC cooling সিস্টেম। এটি ৭.৫৮ মিলিমিটার পুরু। 
  • রিয়েলমি পি৪ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এই ফোনের স্ক্রিনের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

লঞ্চের পর রিয়েলমি পি৪ ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। রিয়েলমি পি৪ প্রো ফোনেও ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তার সঙ্গে থাকবে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে। বুধবার ২০ অগস্ট রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।