Realme Phones: ভারতে আসছে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোন। এই ফোনে ১০০০১ এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। জানুয়ারি মাসের শেষদিকে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তিনটে রঙে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা থেকে এই ফোন কেনা যাবে। রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোন আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে ১০,০০১ এমএএইচ টাইটান ব্যাটারি থাকবে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোনে। রিয়েলমি সংস্থার দাবি, প্রায় ২ ঘণ্টা পর্যন্ত গেম খেলা যাবে এই ফোনে, অথচ ব্যাটারি বজায় থাকবে প্রায় ৮৬ শতাংশ। 

Continues below advertisement

রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে (১০০ শতাংশ) ৩২ ঘণ্টার বেশি সময় পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। এই ফোনে একটি 4D Curve+ ডিসপ্লে থাকতে চলেছে যেখানে ইউজাররা পাবেন 1.5K রেজোলিউশনের সাপোর্ট এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনের ব্যাক প্যানেলে। চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল থাকবে ফোনের রেয়ার অয়ানেলে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে রিয়েলমি পি৪ পাওয়ার ৫জি ফোনে। ডুয়াল টোনের রেয়ার প্যানেলে দেখা যেতে চলেছে এই ফোনে। রিয়েলমির এই ফোনে ফ্ল্যাট ফ্রেম দেখা যাবে বলেও শোনা গিয়েছে। ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকবে। 

রিয়েলমি সংস্থার 'পি' সিরিজের একটি ফোন যে ১০,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছিল। এক্স মাধ্যমে টিপস্টার যোগেশ ব্রার-ও এই ফোন সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছিলেন। এর আগে রিয়েলমি এত বড় এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে কোনও ফোন ভারতে লঞ্চ করেনি। এই ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গে রিয়েলমি সংস্থা নির্দিষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি।