Realme Phones: ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন। এটি একটি ৫জি ফোন হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এই ফোন বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে, অর্থাৎ দাম আকাশছোঁয়া হবে না, থাকবে সাধ্যের মধ্যেই। রিয়েলমি 'সি' সিরিজের একটি ফোন এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। ভিয়েতনামে আগেই এই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, রিয়েলমি ১৫এক্স ফোনের মতোই হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। দুই ফোনের যথেষ্ট মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রেডমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ১৫সি সিরিজের ফোন এবং নোট ১৫ সিরিজের ফোন। আগামী কয়েক মাসের মধ্যে এইসব ফোন লঞ্চ হবে দেশের বাজারে। প্রো মডেল ভারতে লঞ্চের কথা শোনা গেলেও ভ্যানিলা বা বেস মডেল অর্থাৎ রিয়েলমি জিটি ৮ ফোন দেশে কবে লঞ্চ হবে তা স্পষ্ট নয়।
রিয়েলমি সি৮৫ ৫জি ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৪৫ ওয়াটের চার্জিং স্পড। রিয়েলমি ১৫এক্স ফোনে কিন্তু রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৬০ ওয়াটের SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। অনুমান, রিয়েলমি ১৫এক্স ফোনের থেকে রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের দাম সামান্য হলেও কম হবে। কারণ ক্যামেরা ফিচার এবং চার্জিং ফিচারে কিছুটা পার্থক্য দেখা যাবে।
অন্যদিকে রেডমি ১৫সি ফোনও ভারতে লঞ্চের কথা শোনা গিয়েছে। তবে এই ফোন ৪জি নাকি ৫জি, কোন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে তা জানা যায়নি। নির্দিষ্ট গ্লোবাল মার্কেটে রেডমি ১৫সি ফোনের ৪জি ও ৫জি, দুটো মডেলই লঞ্চ হয়েছে। রেডমি নোট ১৫ সিরিজও ভারতে লঞ্চ হতে চলেছে। সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস, এই দুই ফোন চিনে লঞ্চ হয়েছে আগেই, এবছর অগস্ট মাসে। সম্ভবত এই দুই ফোনই আসতে চলেছে ভারতের বাজারে, আগামী বছরর অর্থাৎ ২০২ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। রেডমি নোট ১৪ সিরিজের ফোনের সঙ্গে দামের ক্ষেত্রে মিল থাকতে পারে রেডমি নোট ১৫ সিরিজের।