Realme Phones: রিয়েলমি ভারতে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজের মডেল। এবার আসতে চলেছে রিয়েলমি পি৪ সিরিজের ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এই ফোন লঞ্চের। তবে শোনা গিয়েছে যে, খুব তাড়াতাড়িই রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোন ভারতের বাজারে আসছে। এই ফোন লঞ্চ হলে অনলাইনে কেনা যাবে। শোনা যাচ্ছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। অনুমান, অফলাইনেও কেনা যাবে রিয়েলমি পি সিরিজের এই ৫জি ফোন।
কী কী ফিচার থাকতে পারে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে
- সানলাইট রেডি ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। অর্থাৎ প্রবল সূর্যালোকে থাকলে ফোনের ডিসপ্লের ব্রাইটনেস প্রয়োজন অনুসারে আপনাআপনিই অ্যাডজাস্ট হয়ে যাবে।
- ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে। অর্থাৎ কম সময়ে চার্জ দেওয়া যাবে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে। তার ফলে কাজের জন্য ব্যবহারে অনেক বেশি সুবিধা হবে ইউজারদের।
- হাল্কা ওজনের এবং স্লিম ডিজাইনের এই ফোনে থাকতে চলেছে AI যুক্ত অনেক ক্যামেরা ফিচার। শক্তিশালী ব্যাটারিও থাকবে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে। তার ফলে চার্জ বেশিক্ষণ থাকবে ফোনে।
- একটি অক্টা-কোর চিপসেট থাকার কথা রয়েছে রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এর সঙ্গে ১২ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যেতে পারে এই ফোনে।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ ৫জি সিরিজ
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি - এই দুই ফোন লঞ্চ হয়েছে। দুই ফোনেই রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর দুটো ফোনেই রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১৫ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্লাস চিপসেট রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। AI যুক্ত ইমেজ এডিটিং টুলস রয়েছে রিয়েলমির এই দুই ফোনে। জানা গিয়েছে, রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় ৬০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।