Realme Smartphones: রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ২০ জুন। ওই একই দিনে ভারতেও লঞ্চ হবে রিয়েলমির এই ফোন। জানা গিয়েছে, রিয়েলমি জিটি ৬ ফোন আগামী ২০ জুন ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দেশে লঞ্চ হবে। ভারতে লঞ্চের পর রিয়েলমি জিটি ৬ ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে অনলাইনে কেনা যাবে। এই ফোনে থাকতে চলেছে এআই ফিচার। সম্প্রতি ভারতে রিয়েলমি জিটি ৬টি (Realme GT 6T) ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে রিয়েলমি জিটি ৬ ফোন। এই মডেল চিনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৬ (Realme GT Neo 6) ফোনের rebadged ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। অর্থাৎ রিয়েলমি জিটি ৬ ফোনের গ্লোবাল এবং ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন, দাম- এইসবের সঙ্গে রিয়েলমি জিটি নিও ৬ ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দামের মিল থাকতে পারে।
রিয়েলমি সংস্থা গ্লোবাল এক্স প্রোফাইলে রিয়েলমি জিটি ৬ ফোনের একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখান থেকে ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমি জিটি ৬ ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে গ্লসি ফিনিশ। এছাড়াও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে দুটো ক্যামেরা সেনসরের সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাশ ইউনিট সবই গোলাকার মডিউলের মধ্যে সেট করা থাকবে।
ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমি জিটি ৬ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে।
- আর ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি জিটি ৬ ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- গরমের মরশুমে কেন অতিরিক্ত উষ্ণ হয়ে যায় বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।